নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : চাষাঢ়া রেল স্টেশনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে সংঘর্ষে নিহত রাজমিস্ত্রী রুবেল হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মো. মহসিন (২৭) নামে আরও এক যুবক কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ ।এ নিয়ে রুবেল হত্যা কান্ডের ঘটনায় গ্রেফতারকৃত মহসিন কে মোট ৯জন কে গ্রেফতার করলো পুলিশ।
৩০ই জুন বুধবার দিবাগত ভোর রাতে ফতুল্লা থানার ইসদাইর বুড়ির দোকান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহসিন লক্ষিপুর জেলার চন্দ্রগঞ্জ থানার আব্বাস উদ্দিনের পুত্র ফতুল্লা থানার ইসদাইর বুড়ির দোকান এলকার প্রবাসীর বাড়ীর ভাড়াটিয়া।
এর আগে সোমবার রাতে ও মঙ্গলবার দিনভর ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একই হত্যা মামলার এজাহারনামীয় ছয় আসামী সম্রাট, সেলিম,আলী, রাকিব ওরফে টাইগার শিমুলও বিজয় কে এবং জড়িত থাকার সন্দেহে মনির হোসেন ও শাহতাজ সহ মোট ৮ জন কে গ্রেফতার করে পুলিশ।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ই জুন বুধবার দিবাগত ভোর চারটার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা শামীম হোসেন সঙ্গীয় ফোর্স সহ ইসদাইর বুড়ির দোকান এলাকায় অভিযান চালিয়ে মহসিন কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত মহসিন মামলার অন্যতম আসামী গ্রুপ লিডার বড় ভাই জামানের প্রধান সহোযোগি বলে জানায় পুলিশ।
জানা গেছে, নিহত রুবেল ২৮ই জুন সোমবার সন্ধ্যায় জামতলা ধোপাপট্টিস্থ ভাড়া বাসা থেকে পূর্ব পরিচিত রনির সাথে ঘুরতে বের হয়। পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে ইসদাইর বাজার সংলগ্ন জয়যাত্রা ক্লাবের সামনে স্থানীয় দুটি শামীম-জুয়েলের গ্রুপের সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় নিহত রুবেল উভয় গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে যায়। এতে নিহত হয় রাজমিস্ত্রী রুবেল এবং সোহাগ সহ অপর একজন আহত হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২৯ই জুন মঙ্গলবার ফতুল্লা মডেল থানায় ৩৪ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে আরো জানা গেছে, দীর্ঘদিন ধরেই শামীম-জুয়েলের গ্রুপের মিলন, সোহাগ, জামানদের মধ্যে বিবাদ চলছিল। তারা রেলস্টেশন ও ইসদাইর এলাকায় মরণ নেশা হিরোইন ও গাজা বিক্রি ও সেবন করতো। এছাড়াও শহরের যুবকদের হাতে এ সকল নেশা সরবরাহ করতো। এ ক্লাবকে ঘিরে তারা নানা অপকর্মে লিপ্ত হয়।
হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা শামীম জানায়, রুবেল হত্যা মামলায় গ্রেফতারকৃত মহসিন সহ সর্বমোট ৯ জন কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মহসিন জামানের অন্যতম সহযোগি। গ্রেফতারকৃত মহসিন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।