ময়মনসিংহে লকডাউনের ১ম দিনে ১৩টি মামলায় ১৮,৫০০ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ময়মনসিংহ প্রতিনিধি ) : ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন (বিধিনিষেধ) এর নিশ্চিতকল্পে ১লা জুলাই বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ত্রিশাল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম এবং মাঈদুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট  পরিচালনা করা হয়। বৃহস্পতিবার ভোর ৬ ঘটিকা থেকে পরিচালিত মোবাইল কোর্টে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ১৩ টি মামলায় ১৮ হাজার ৫শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

মাস্ক পরিধান না করে বাইরে বের হওয়া, কোন যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হওয়া, অননুমোদিত দোকান খোলা রাখা, অননুমোদিত যানবাহন চালনা, স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করা, চায়ের দোকানে বসে আড্ডা দেয়া। মোবাইল কোর্টে বাংলাদেশ সেনাবাহিনী, ত্রিশাল থানা পুলিশ, বাংলাদেশ আনসার সহায়তা প্রদান করেন। এদিকে জনস্বাস্থ্য রক্ষায় ও বিধিনিষেধ নিশ্চিত করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়।

add-content

আরও খবর

পঠিত