নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : চাষাঢ়া রেল স্টেশনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে সংঘর্ষে নিহত রাজমিস্ত্রী রুবেল হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই রাজিব হাসান বাদী হয়ে ২৯ই জুন মঙ্গলবার ৩৪ জনের নাম উল্লেখ করে আরো ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
গ্রেফতারকৃতরা হলো : পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকার ফজলুর রহমানের ছেলে সম্রাট (২০), জামতলা রশিদ ম্যানশনের শহিদুল ইসলামের দুই ছেলে সেলিম(৩৫) ও আলী (২৮), ইসদাইর বস্তির আব্দুল মজিদের ছেলে রাকিব ওরফে টাইগার (২৫), পূর্ব ইসদাইরের সালামের ছেলে শিমুল (৩৮) ও একই এলাকার মিন্টুর ছেলে বিজয় (১৬)।
জানা গেছে, নিহত রুবেল সোমবার সন্ধ্যায় জামতলা ধোপাপট্টিস্থ ভাড়া বাসা থেকে পূর্ব পরিচিত রনির সাথে ঘুরতে বের হয়। পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে ইসদাইর বাজার সংলগ্ন জয়যাত্রা ক্লাবের সামনে স্থানীয় দুটি শামীম-জুয়েলের গ্রুপের সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় নিহত রুবেল উভয় গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে যায়। এতে নিহত হয় রাজমিস্ত্রী রুবেল এবং সোহাগ সহ অপর একজন আহত হয়।
স্থানীয় সূত্রে আরো জানা গেছে, দীর্ঘদিন ধরেই শামীম-জুয়েলের গ্রুপের মিলন, সোহাগ, জামানদের মধ্যে বিবাদ চলছিল। তারা রেলস্টেশন ও ইসদাইর এলাকায় মরণ নেশা হিরোইন ও গাজা বিক্রি ও সেবন করতো। এছাড়াও শহরের যুবকদের হাতে এ সকল নেশা সরবরাহ করতো। এ ক্লাবকে ঘিরে তারা নানা অপকর্মে লিপ্ত হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, নিহতের ছোট ভাই রাজিব হাসান বাদী হয়ে মামলা করেছে। ইতিমধ্যে মামলার এজাহারভুক্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।