জিকু এবং পরশের উদ্যোগে আজমীর ওসমানের জন্মদিন পালন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত এমপি একে এম নাসিম ওসমানের একমাত্র সন্তান আজমেরী ওসমানের জন্মদিন উপলক্ষে প্রয়াত জাতীয় পার্টির নেতা কাজী এজাজ আহমেদ এর ছেলে কাজী ফয়সাল হোসেন জিকু ও ভাতিজা কাজী নুর ইসলাম পরশের যৌথ উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৬ই জুন শনিবার বাদ মাগরিব পাইকপাড়া ১৭নং ওয়ার্ড এলাকায় এ আয়োজন করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকাবাসীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জিকু বলেন, যুব সমাজের অহংকার জনপ্রিয় নেতা আলহাজ্ব আজমীর ওসমানের শুভ জন্মদিনের আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আজমীর ওসমান ভাইজানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তায়ালা আজমীর ওসমান ভাইজানকে দীর্ঘ হায়াৎ ও সুস্বাস্থ্য দান করুক। (আমিন)।

দোয়ায় প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব একে এম নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও প্রয়াত সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়েছে। দোয়ার পরিশেষে কেক কাটার মধ্যে দিয়ে আজমীর ওসমান এর জম্মদিন উদযাপন করা হয়।

add-content

আরও খবর

পঠিত