নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সারা বিশ্বের ন্যায় করোনা মহামারীর দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৪ জন। তবে নতুন করে কোন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা বিদ্যমান মোট ২২১ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭ শত ৫৪ জন। এ সময়ে নতুন সুস্থ ১১ জন। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ২ শত ১৫ জন। আজ ২৬ই জুন শনিবার জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্রটি জানায়, ২৫ই জুন শুক্রবার সকাল ৮ টা থেকে ২৬ই জুন শনিবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টা হিসাবে ৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে আড়াইহাজার উপজেলায় ১ জন, বন্দর উপজেলায় ৫ জন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৭ জন, রূপগঞ্জ উপজেলায় ৩ জন, নারায়ণগঞ্জ সদর এলাকায় ১ জন এবং সোনারগাঁ উপজেলায় ৭ জন। এই পর্যন্ত মোট ১১ লক্ষ ৬ হাজার ৪ শত ৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
পুরো জেলায় এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৯, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১১৩, রূপগঞ্জ উপজেলায় ১৪, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৪৩, সোনারগাঁও উপজেলায় ৩৮ জন। মোট মৃত্যু ২২১ জন।