নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর সক্রিয় ৯ সদস্যদের গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। ২০ই জুন রবিবার রাত সাড়ে ১১ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি ওবদা সাকিনস্থ ল্যান্ডিং মোড়ের বাহাদ হোসেনের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে এসএস পাইপ ৬টি, সুইচ গ্রিয়ার চাকু ৩টি উদ্ধার করে র্যাব-১১ এর সদস্যরা।
গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো : মো. মিলন হোসেন (২৮), মো. সারোয়ার হোসেন ওরফ অপূর্ব (২৬) , মো.আমিন উদ্দিন জনি (২৭), মো. বাবু (২০), মো. ইকবাল হোসেন (১৯), মো.আরিফ হোসেন (২৬), মো. রবিন (১৮)। এছাড়া ২ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাম প্রকাশ করেনি র্যাব।
২০ই জুন রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব-১১ এর এএসপি মো. স¤্রাট তালুকদার এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত কিশোর গ্যাং (হোসেন গ্রæপ) এর সদস্যরা নিয়মিত সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় সন্ত্রাসী ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। এয়াড়া তারা প্রত্যেকে হোসেন গ্রæপ এর সক্রিয় সদস্য। কিশোর গ্যাংয়ের সদস্যরা বেশ কিছুদিন যাবৎ তারা পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল বলে জানান র্যাবের ওই কর্মকর্তা। উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।