হাইভোল্টেজ ম্যাচে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : কোপা আমেরিকার (এ) গ্রুপের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টায় শুরু হবে। এদিকে এর আগে গ্রুপের আরেক ম্যাচে কুইয়াবার অ্যারেনা প্যান্টানালে আজ রাত ৩টায় উরুগুয়ে মোকাবেলা করবে চিলি।

চলতি আসরে প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করা আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে পরাজিত করেছে শক্তিশালী উরুগুয়েকে। রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে এই জয় আজেন্টিনাকে এনে দিয়েছে আত্মবিশ্বাস।

মেসিদের প্রতিপক্ষ প্যারাগুয়েও ছন্দে রয়েছে। নিজেদের প্রথম ম্যাচে তারা বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়েছে। তাদের সেরা দুই তারকা আলেসান্দ্রো রোমেরো ও অ্যাঞ্জেল রোমেরো আছেন দারুণ ফর্মে। শেষ ম্যাচে রোমেরো এক গোল ও অ্যাঞ্জেল রোমেরো জোড়া গোল করেছেন।

গত ১০০ বছরে প্যারাগুয়ে-আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে ৪৫ বার। যেখানে ২৬ বার জিতেছে আলবিসেলেস্তে। প্যারাগুয়ে জিতেছে তিন ম্যাচ। ড্র হয়েছে ১৬ ম্যাচে।

তবে সব শেষ পাঁচ ম্যাচের ফলাফল দিচ্ছে প্রতিদ্বন্দ্বিতার আভাস। শেষ পাঁচবারের দেখায় তিনটিতেই ছিল ড্র। একবার করে জিতেছে দুই দল। প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা সর্বশেষ জিতেছে ২০১৫ কোপা আমেরিকায়। যে ম্যাচে লিওনেল মেসিরা প্যারাগুয়েকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল। অপর দিকে আর্জেন্টাইনদের বিপক্ষে প্যারাগুয়ের সবশেষ জয় ২০১৬ সালে বিশ্বকাপ কোয়ালিফায়ার্স ম্যাচে। এদিকে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি সহজ হওয়ার কথা নয় মেসিদের। তবে ছন্দে থাকা মেসি দলের সতীর্থদের কাছ থেকে কিছুটা সহযোগিতা পেলে ম্যাচের ফলাফল আর্জেন্টিনার অনুকূলেই যাবে।

add-content

আরও খবর

পঠিত