নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে একরামপুরস্থ সিএইচডি খাদ্য গোডাউনের সিকিউরিটি গার্ড মো. মাসুদুর রহমান (৪৫) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছে। ১৮ই জুন শুক্রবার সকাল সাড়ে ৮টায় ২৩নং ওয়ার্ডস্থ একরামপুর সিএইচডি সরকারী গোডাউনে এ ঘটনাটি ঘটে।
নিহত সিকিউরিটি গার্ড মো. মাসুদুর রহমান বরিশাল জেলার সদর থানার কাশিপুর গ্রামের মৃত সাইদুর রহমান মুন্সির ছেলে। এ ব্যাপারে শুক্রবার দুপুরে নিহতের মামা সিপন মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। যার মামলা নং-২০(০৬)২১ইং।
জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের একরামপুরস্থ সিএইচডি খাদ্য গোডাউনের সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছিল। সকাল থেকেই অঝোর ধারায় বৃষ্টিতে ওই সরকারী খাদ্য গোডাউনের ভিতরে পানি জমেছিল। বিদ্যুতের তারও ছিড়ে পড়েছিল। সিকিউরিটি গার্ড মাসুদ মিয়া গোডাউনের ভিতরে থাকা বিদ্যুতের হাই ভোল্টেজের তার পেচিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন। পরে গোডাউনের শ্রমিকরা কাজ করতে এসে সিকিউরিটি গার্ড মাসুদের নিথর দেহ পড়ে থাকতে দেখে সিএইচডি খাদ্য গোডাউনের কর্তৃপক্ষকে অবহিত করে ও পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের একটি টিম ও বন্দর ফাড়ী পুলিশের এসআই শহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।
বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, বিদ্যুতের তার পেচিয়ে সিকিউরিটি গার্ডের মৃত্যুর সংবাদের সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।
এ ব্যাপারে বন্দর পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম স ম মিজানুর রহমান বলেন, বন্দর সিএইচডি খাদ্য গোডাউনের ভিতরে বিদ্যুতের সংযোগটা সম্পূর্ণটাই সিএইচডি খাদ্য গোদাম কর্তৃপক্ষের আওতাধীণ। বন্দর পল্লীবিদ্যুতের কোন সম্পর্ক নাই। শুনেছি তারা নাকি আলাদা বৈদ্যুতিক তার দিয়ে গোডাউনের ভেতরে বিদ্যুৎ সংযোগ নিয়েছে। বিদ্যুতের এমন অনিয়তান্ত্রিকভাবে সংযোগের কারনেই এমন দূর্ঘটনা।