নারায়ণগঞ্জের টান বাজারে মদ ও গাঁজা সহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে মাদক বিরোধী অভিযানে দেশীয় বাংলা মদ ও ৫০০ গ্রাম গাঁজা সহ ৩জনকে গেস্খফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ই জুন বৃহস্পতিবার রাত ৮ টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন টান বাজার সাকিনস্থ জনৈক নাহিদ দাস (৪০) এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৪৭ লিটার দেশীয় বাংলা মদ, ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৯ হাজার ১শত ৮১ টাকা উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো : বিকি চন্দ্র দাস (৩০), শ্রী হিরা (২৫) ও  শ্রী নাথ (২৫)। গ্রেফতারকৃত আসামীদের বাড়ী নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন টান বাজার সিটি কলোনী এলাকায়।

১৮ই জুন শুক্রবার বেলা সাড়ে ৪ টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ শহর হতে নিষিদ্ধ মাদকদ্রব্য দেশীয় বাংলা মদ ও গাঁজা ক্রয় করে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য দেশীয় বাংলা মদ ও গাঁজা বিক্রয় ও সরবরাহ করে আসছিল। নিষিদ্ধ মাদকের আখড়া বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদেরকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আইনানুগ কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত