নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : শহরের চাষাড়া আওয়ামী লীগ অফিসে শক্তিশালী বোমা বিস্ফোরেণর ঘটনার ২০ টি বছর অতিবাহিত হলো। দিনটি স্মরণে প্রতিবছরের ন্যায় এবারো চাষাড়ায় ঘটনাস্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়েছে। আজ ১৬ই জুন বুধবার সকাল ৯টায় বোমা হামলায় নিহত-আহতদের পরিবারের সদস্য এবং আহত ও পঙ্গুত্ব বরণকারীরা এতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তারা ১ মিনিট নীরবতা পালন করে চোখের জল ফেলেন।
নিহত পরিবারের লোকজন বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা দেখেছি। সেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ২০টি প্রাণের রক্ত এমনি বৃথা যেতে দিবে না। এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু দু:খের বিষয় আওয়ামীলীগ ক্ষমতায় থাকার পরেও আমরা এখনো এর বিচার শেষ করতে পারলামনা। এখনো অনেক আসামীরা প্রকাশ্যে ঘুরছে। কেউ কেউ দেশের বাহিরে রয়েছে। তাদের দেশের মাটিতে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।
এদিকে, ২০ বছরেও বিচার হয়নি এ বর্বরোচিত হত্যাকান্ডের। এমনকি রাষ্ট্রীয় কোন স্বীকৃতি পায়নি এসব পরিবার। নিহতদের পরিবারগুলোর দাবি, নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ১৬ জুন বোমা হামলা দিবস হিসেবে অন্তত নারায়ণগঞ্জে সরকারিভাবে পালন ও নিহতদের স্মরণে স্মৃতি ফাউন্ডেশন করা হোক। এ সময় স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সেদিনের ঘটনায় দুই পা হারানো মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বাবু চন্দন শীল এবং রতন দাস, নাসিক ১৩ নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, ১৩ নং ওর্য়াডের সাবেক সভাপতি প্রয়াত মরহুম কামাল আহম্মেদের ছেলে পলাশ আহম্মেদ, নিহত পলী বেগমের মেয়ে, নিহত মশুর ভাই, নিহত স্বপন রায়ের ভাই সহ শহর যুবলীগের পক্ষে সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী রণজিৎ মন্ডল, মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ ও অন্যান্যরা। এছাড়াও দিনটি স্মরণে রাতে মোমবাতী প্রজ্জ্বোলন করা হয়েছে।
উল্লেখ্য, সেদিন ওই ঘটনায়, নিহত হয়েছিলেন শহর ছাত্রলীগের সভাপতি সাইদুল হাসান বাপ্পী, সহোদর সরকারি তোলারাম কলেজ ছাত্রছাত্রী সংসদের জিএস আকতার হোসেন ও সংগীত শিল্পী মোশাররফ হোসেন মশু, সংগীত শিল্পী নজরুল ইসলাম বাচ্চু, ফতুল্লা থানা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ভাসানী, নারায়ণগঞ্জ থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবিএম নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুর রহমান সবুজ মোল্লা, মহিলা আওয়ামী লীগ নেত্রী পলি বেগম, ছাত্রলীগ কর্মী স্বপন দাস, কবি শওকত হোসেন মোক্তার, পান–সিগারেট বিক্রেতা হালিমা বেগম, সিদ্ধিরগঞ্জ ওয়ার্ড মেম্বার রাজিয়া বেগম, যুবলীগকর্মী নিধু রাম বিশ্বাস, আবদুস সাত্তার, আবু হানিফ, এনায়েতউল্লাহ স্বপন, আবদুল আলীম, শুক্কুর আলী, স্বপন রায় ও অজ্ঞাত এক মহিলা।