নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : অপহরণের ৩৪ ঘন্টার পর অপহৃত কিশোরী (১৪) কে উদ্ধার সহ মোশারফ ওরফে রানা (২৮) নামক এক অপহরণকারী কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। আজ ১৫ই জুন মঙ্গলবার বিকালে সিদ্ধিরগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে পুলিশ অপহৃত কে উদ্ধার সহ অপহরণকারী চক্রের মূলহোতা মোশাররফ ওরফে রানা কে পুলিশ গ্রেফতার করে।
এর আগে ১৪ই জুন সোমবার রাতে অপহরণের অভিযোগ এনে অপহৃত কিশোরীর বোন ফতুল্লা থানার দক্ষিণ শিয়াচরের রিনা বেগম বাদী হয়ে গ্রেফতারকৃত মোশারফ ওরফে রানা ও তার দুই সহোযোগি রাসেল এবং মিরাজ কে আসামী করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
থানা পুলিশ জানায়, বাদীর লিখিত অভিযোগ পেয়ে রাতেই উদ্ধার অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে মঙ্গলবার বিকালে সিদ্ধিরগঞ্জ থানা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরী কে উদ্ধার সহ অপহরণকারী চক্রের মূল হোতা মোশারফ ওরফে রানা কে গ্রেফতার করে পুলিশ।
বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, গ্রেফতারকৃত মোশারফ ওরফে রানা। বিবাহিত হওয়া স্বত্ত্বেও প্রায় সময় বাদীর কিশোরী বোন কে বিভিন্ন ভাবে উত্যক্ত সহ প্রেম নিবেদন করিয়া আসিতেছিল। এ বিষয়ে বাদী জানতে পেরে মোশারফ ওরফে রানাকে এহেন কর্মকান্ড করিতে নিষেধ করিলেও সে তাহার কোন কর্ণপাত না করে বরং উত্যক্ত করার মাত্রা বাড়িয়ে দেয়। এরই ধারাবাহিকতাযয় সোমবার সকাল ৮ টার দিকে মোশারফ তার দুই সহোযোগি রাসেল ও মিরাজ কে সাথে নিয়ে তার কিশোরী বোন কে ফতুল্লা থানা সীমান্তের দক্ষিণ শিচরয়া এলাকার উকিল বাড়ীর মোড় হইতে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাইয়া ও ফুসলাইয়া অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রাজ্জাক জানায়, অভিযোগের সূত্র ধরে অভিযানে নেমে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে মঙ্গলবার বিকাল ৬টার দিকে জেলার সিদ্ধিরগঞ্জ থানা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরী কে উদ্ধার সহ অভিযুক্ত প্রধান আসামী মোশারফ ওরফে রানা কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।