আর্জেন্টিনা জিততে পারত ৪-১ কিংবা ৫-১ ব্যবধানে !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : ল্যাটিন আমেরিকা অঞ্চলের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার প্রথম ম্যাচে  ১৪ই জুন দিবাগত রাতে চিলির বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। প্রথমে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ মনে করছেন, ৪-১ কিংবা ৫-১ ব্যবধানে জিততে পারত তারা।

সান্তোসের অলিম্পিক স্টেডিয়ামে পুরো ম্যাচে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। বল দখলে এগিয়ে থেকে চিলির ওপর আক্রমণের চাপ বাড়িয়ে দেয়। তবে লাউতারো মার্টিনেজ, লিয়ান্দ্রো পেরেদেস, জিওভানি লো সেলসো, নিকোলাস গঞ্জালেস, রদ্রিগো দি পলরা বেশ কয়েকবার দলকে হতাশ করেন।

ম্যাচের ৩৩ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। আক্রমণ ভাগে জিওভানি লো সেলসোকে ফাউল করলে রেফারি হলুদ কার্ড দেখিয়ে চিলির এরিক পুলগারকে সতর্ক করেন। সেই সাথে পাওয়া ফ্রি কিক থেকে দারুণ দক্ষতায় ঠিকানা খুঁজে নেন মেসি। ৫৭ মিনিটে সমতায় ফেরে চিলি। আর্তুরো ভিদালের স্পট কিক মার্টিনেজ ফিরিয়ে দিলেও ফিরতি বল পেয়ে লক্ষ্যভেদ করেন ভার্গাস।

ম্যাচ শেষে মার্টিনেজ বলেন, আমরা ৬-৬ টা ভালো সুযোগ তৈরি করেছিলাম। যেসব সুযোগ এসেছিল তাতে আমরা ৪-১ কিংবা ৫-১ ব্যবধানে চিলিকে হারাতে পারতাম। সুযোগ কাজে লাগাতে না পারায় পয়েন্ট ভাগ করতে হল।

হতাশাময় একটি ম্যাচ শেষে আর্জেন্টাইন গোল কিপার মনে করছেন- তাদের উন্নতির প্রয়োজন, আমাদের অনেক উন্নতি করতে হবে। তবে ভালো বিষয় হল আমরা অনেক বেশি সুযোগ তৈরি করেছিলাম। একে একে সব ধরনের সমস্যা ঠিক করতে হবে। আমরা ঐক্যবদ্ধ আছি। নিজেদের ক্ষমতার ওপর আস্থা রাখছি। এদিকে (বি) গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১৯ জুন উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

add-content

আরও খবর

পঠিত