কাউন্সিলর সুলতানের বিরুদ্ধে থানায় জিডি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদের বিরুদ্ধে সাধারণ ডায়েরী (জিডি) করেছেন শাহারিয়ার রহমান শান্ত নামের এক ব্যক্তি। ১১ই জুন শুক্রবার রাতে তিনি বন্দর থানায় এ জিডি করেন। জিডি নং ৪৬৮।

জানা গেছে, বন্দরে মিয়া বাড়িতে পারিবারিক বিষয়ে স্বামী শাহারিয়ার রহমান শান্তর সাথে সাথে স্ত্রী সাকারা সুলতানা হিমুর বিবাদ চলছিল। এ নিয়ে আপোষ মিমাংসা করার জন্য উভয় পক্ষকে ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ সিরাজউদৌলা ক্লাব মাঠ সংলগ্ন মিয়া বাড়িতে ডেকে আনেন। উভয়ের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে স্ত্রী সাকারা সুলতানা হিমুর পক্ষ নিয়ে কাউন্সিলর সুলতান আহমেদ ও মোল্লাবাদী দীঘিরপাড় এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে রতন ও আরফি স্বামী শাহারিয়ার রহমান শান্তকে তেড়ে যান এবং উত্তেজিত হয়ে নিজেই শান্তকে চরথাপ্পর মারেন এবং মামলার হুমকি দেন।

শাহারিয়ার রহমান শান্ত বলেন, আমার স্ত্রী সাকারা সুলতানা হিমুর সাথে আড়াই মাস যাবৎ পারিবারিক কলহ চলছিল। তাই আমি বাড়ি থেকে তার বাসায় চলে যাই। ১১ই জুন শুক্রবার সন্ধ্যায় পারিবারিক কলহের আপোষ মিমাংসার জন্য কাউন্সিলর সুলতান আহমেদ, রতন ও আরফি আমাকে মারধর করেছে। এবং নারী নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে বলে হুমকি দেয়। এ অবস্থায় আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই নিরাপত্তার স্বার্থে বন্দর থানায় সাধারণ ডায়েরী করেছি।

add-content

আরও খবর

পঠিত