নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিল ও হাউস কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স তহবিলে ২ কোটি ২০ লাখ টাকার অনুদান প্রদান করেছে গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ ও নারায়ণগঞ্জের স্থানীয় ব্যবসায়ীরা। ১০ই জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে শেখ হাসিনার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুদানের চেকটি গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চয়ালি সংযুক্ত ছিলেন।
এ সময় বিকেএমইএর পক্ষে সংগঠনের সভাপতি ও একই সঙ্গে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান ১ কোটি টাকার চেক তুলে দেন। এছাড়াও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি খালেদা হায়দার খান কাজল ১৫ লাখ, বিকেএমইএ এর দ্বিতীয় সহ সভাপতি অমল পোদ্দার ২৫ লাখ, তৃতীয় সহ সভাপতি গাওহার সিরাজ জামিল ১৫ লাখ, বিকেএমইএ পরিচালক মনসুর আহমেদ, নন্দ দুলাল সাহা ও আখতার হোসেন অপূর্ব ১০ লাখ টাকা করে, পরিচালক এম এস জামান ২৫ লাখ ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা ১০ লাখ টাকা প্রদান করেন।