নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে চোরাই মোটর সাইকেল চক্রের সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৩। ৮ই জুন মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে র্যাব-৩ খিলগাঁও ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার দিদারুল আলমের নেতৃত্বে উপজেলার ভূলতা বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পাকা রাস্তা থেকে ২টি চোরাই মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পরে চোরাই মোটরসাইকেলসহ তাদেরকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃতরা হলো : উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার ইসমাঈল ভূঁইয়ার ছেলে ইমন ভূঁইয়া (২২), গোলাকান্দাইল এলাকার জাকির হোসেনের ছেলে সজিব মিয়া (২০), মাহনা এলাকার বারেকের ছেলে মো. শাহ্জালাল (২১)।
মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মহানগরীর খিলগাঁও উপজেলার শেখের জায়গা নামক স্থানে র্যাব-৩ এর বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রূপগঞ্জের ভূলতা বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের গেটের সামনে পাকা রাস্তার উপর চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের চেষ্টা চলছে। এ সংবাদের ভিত্তিতে ভূলতা বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌঁছলে চোরাই মোটর সাইকেল চক্রের সদস্যরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ২টি চোরাই মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে ২টি চোরাই মোটরসাইকেলসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, চোরাই মোটরসাইকেল চক্রের ৩ সদস্যকে ২টি চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।