নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ সদর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মাণাধীন ল্যাবরেটরী ভবনে শফিকুল নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ৪ঠা জুন শুক্রবার সন্ধ্যায় ভবনটিতে নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় ওই শ্রমিককে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত শফিকুল (২৩) ঢাকার নবাবগঞ্জ থানার বলমন্তচর এলাকার সেন্টু মিয়ার ছেলে।
নিহতের পিতা সেন্টু মিয়া জানান, আমার দুই ছেলে এক মেয়ে। সন্তানদের মধ্যে শফিকুলই সবার বড়। সে মাসে ১২ হাজার টাকা আয় করে তার টাকার উপরই সংসার চলে। সন্ধ্যায় ফোন পেয়ে উপজেলায় আসি। আসার পর জানতে পারি শফিকুল কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। তার লাশ হাসপাতালে আছে। সেখান থেকে ময়না তদন্ত ছাড়া লাশ আনতে হলে জেলা প্রশাসকের অনুমতি লাগবে। তাই এখন লাশটি নেয়ার জন্য চেষ্টা করছি। তবে উপজেলার জনস্বাস্থ্য বিভাগের লোকজন আবেদন লিখে আমার কাছ থেকে টিপ সই নিয়েছে। আর আমাকে পরে ক্ষতিপূরন দিবে বলে জানিয়েছে।
এ বিষয় উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ আলম জানান, নিহত ছেলেটি ঠিকাদারী প্রতিষ্ঠানের। এ বিষয়ে ঠিকাদারই ব্যবস্থা নিবেন। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্টে একজন নির্মাণ শ্রমিক মারা গেছে শুনছি। কিন্তু কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।