শীতলক্ষ্যা নদীতে অভিযান, ট্রলার মালিককে ৯ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অবৈধভাবে বাংলাদেশ নৌ আইন অমান করে নৌকা/ট্রলার পরিচালনার দায়ে ২৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গোপন সংবাদের ভিত্তিতে ৩ই জুন বৃহস্পতিবার রুপগঞ্জে কাঞ্চান ব্রিজ এলাকায় শীতলক্ষ্যা নদীতে দুপুর ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় ২৩ জন নৌকা/ট্রলার এর মালিককে ৯ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  র‌্যাব-১১ এর  একটি আভিযানিক দল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নৌ পরিবহন অধিদপ্তর, ঢাকা  এর মাধ্যমে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

জরিমানা ব্যাক্তিরা হলেন : মো. রাজ মিয়া (৩২),  হরমুজ সরকার (৪০), মো. আউয়াল মিয়া (৩২), রফিকুল ইসলাম (৩২),  শিকুল ইসলাম (৩৬), মো. আরমান আলী (৩৭), মো, সূর্য (৩২), মো. নাননা মিয়া (৩২),  সান্ত মিয়া (৩২),  কামাল (৩২),  সোহেল মিয়াা (২৯), মো. ইউনুস (৩৫), সাবিবর (৩৩), লিয়াকত ফকির (৩৩), মঞ্জুরুল আলম (২৮), আমির হোসনে ভূইয়া (৩২), মো. শরিফুর  (৩৯), বাবু মিয়া (৩২),  তৌহিদ (৩০), বিল্লাল (৩৫),  ইসমাইল সাধু (২৯), মিজানুর রহমান (৩৯) ও বাদল মিয়া (২৯)।  এরা প্রত্যেকেই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।

আজ ৪ঠা জুন শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর এএসপি মো. সম্রাট তালুকদার এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, মাদক, জুয়ার সিন্ডিকেটসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত রুপগঞ্জে কাঞ্চান ব্রিজ এলাকায় শীতলক্ষ্যা নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ নৌ আইন অমান্য করে নৌকা/ট্রলার পরিচালনার দায়ে ২৩ জন নৌকা/ট্রলার এর মালিককেকে ৯ লাখ ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

add-content

আরও খবর

পঠিত