নারায়ণগঞ্জে পুলিশের জালে ২৫০ ক্যান বিয়ার সহ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় ২৫০ ক্যান বিয়ার সহ মো.দুলু (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ১লা জুন মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার মুসলিমনগর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো.দুলু গাইবান্ধা জেলার সাগহাটা থানার কচুয়া গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র ও ফতুল্লা থানার মুসলিম নগরের বাদলের ভাড়াটিয়া।

ফতুল্লা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ- পরিদর্শক কৃঞ্চ পোদ্দার সঙ্গীয় ফোর্স সহ মুসলিম নগরের বাদলের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দুলু কে গ্রেফতার করে। পরে তার দেখানো মতে তার ঘরের খাটের নিচে লুকায়িত ১০ টি কার্টনে থাকা ২৫০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, গ্রেফতারকৃত মো.দুলু দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলো। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ তাকে বিয়ার সহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকতা।

add-content

আরও খবর

পঠিত