নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আনোয়ার জাহিদ টুলুর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে সোমবার বিকালে উপজেলার জামপুর ইউনিয়নের মালিপাড়াস্থ চেয়ারম্যান প্রার্থী আনোয়ার জাহিদ টুলুর বাড়ীতে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি এড. তৈমুর আলম খন্দকার। এতে, যুব উন্নয়ণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এস এম ওয়ালিউর রহমান আপেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ওলামাদলের সভাপতি সামসুর রহমান খান বেনু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, উপজেলা বিএনপি সভাপতি খন্দকার আবু জাফর, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান।
জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ও প্রধান বক্তা বিশিষ্ট শিল্পপতি আল মুজাহিদ মল্লিকের উদ্যোগে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. নজরুল ইসলাম টিটু, শিল্পপতি মো. মনির হোসেন মল্লিক, ইঞ্জিনিয়ার মো. ফারুক আহম্মেদ, আনোয়ার সাদত সুমন, তাজুল ইসলাম সরকার, মো. উজ্জল ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মেম্বার, মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া, মো. নুরু মিয়া, মো. তাহের আলী, সুলতান মিয়া, আক্তার হোসেন, মো. ফরিদ মল্লিকসহ মো. জামাল হোসেন, শরীফ হোসেন, দীল মোহাম্মদ, মো. হিরা, মো. রিয়াদ, শাহ আলমসহ জামপুর ইউনিয়নের বিএনপির শত শত নেতৃবৃন্দ। অত্র উঠান বৈঠকে প্রধান অতিথি এড. তৈমুর আলম খন্দকার বলেন, আনোয়ার জাহিদ টুলুকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধানের শীষ প্রতিক দিয়েছে। আপনারা এ ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে আনোয়ার জাহিদ টুলুকে নির্বাচিত করে খালেদা জিয়াকে ফুলের তোড়া উপহার দিবেন। তিনি ধানের শীষ প্রতিকে ভোট দিতে ইউনিয়নবাসী সকলকে আহবান জানান এবং আসন্ন ইউপি নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট নির্বাচন কমিশনারের প্রতি আহবান জানান তিনি।
জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী প্রয়াত সাবেক চেয়ারম্যান ইব্রাহিম ভূঁইয়া দুলুর ছোট ভাই সাবেক চেয়ারম্যান আনোয়ার জাহিদ টুলু বলেন, আমার বড় ভাই ইব্রাহিম ভূঁইয়ার অকাল মৃর্ত্যুর পর তার স্থলে আপনারা জামপুর ইউনিয়নবাসী আমাকে এ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করছিলেন। আমার অতিতের সব ভূল ক্ষমা দৃষ্টিতে নিয়ে আমাকে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করুন এবং বিএনপির প্রতিটি নেতা-কর্মী নিজে আনোয়ার জাহিদ টুলু হয়ে ভোট চাইতে হবে এবং প্রতিটি ঘরে ঘরে গিয়ে মা, বোনদের নিকট ভোট প্রার্থনা করতে হবে। এ সময় প্রধান বক্তা আল মুজাহিদ মল্লিক বলেন, যারা বিএনপি দলীয় প্রার্থীর নির্বাচন করছেনা তাদের ছাড় দেয়া হবে না এবং যারা দলের ভিতরে কোন্দল সৃষ্টি করছে তাদের কঠোর বিচার করা হবে। বিএনপির আদর্শের প্রতিক ধানের শীষ। এখানে কোন ব্যক্তি হিসেবে নয়, নিজ দলীয় প্রতিক হিসেবে সকল ইউনিয়নবাসী আপনারা ধানের শীষ মার্কায় আনোয়ার জাহিদ টুলুকে ভোট দিন। বিএনপি একটি সম্প্রীতির দল। তাই আমরা হুমকি-ধমকি ও জোর করে সীল মেরে নয়, ভালোবাসার মাধ্যমে জনগনের ভোট আদায় করে আনোয়ার জাহিদ টুলুকে জামপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করবো ইনশাল্লাহ। তিনি অভিযোগ করে বলেন, এখানে একজন স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান লিটন নিজেকে বিএনপির প্রার্থী ও বিএনপির লোক দাবী করে প্রতারনামূলক ভাবে জনগনসহ বিএনপি দলীয় লোকদের নিকট ভোট প্রার্থনা করছে। মূলতঃ সে বিএনপি দলীয় কোনো লোক নন। সে একজন জনশূন্য ও দল ত্যাগী ব্যক্তি মাত্র। তার এহেন প্রতারোনা থেকে সর্তক থাকতে দলীয় নেতা-কর্মীদের সহ ইউনিয়নবাসীর প্রতি আহবান জানান তিনি।