নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শিপু, বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আলোচিত ও ঐতিহ্যবাহী ওসমান পরিবারের তিন কর্ণধারের সম্মানে নির্মিত সড়ক ও সেতু সহ নির্মাণাধীন তিনটি স্থাপনার নামকরণের সিদ্ধান্তে বন্দরে (মরহুম আবুল জাহের চেয়াম্যানের বাগিনা) হাফেজিবাগ কবরস্থান জামে মসজিদের সহ-সভাপতি আবু বকর সিদ্দিকের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। ২৯ই মে শনিবার বাদ আসর হাফিজিবাগ করস্থান জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
এ সময় আবু বকর সিদ্দিক বলেন, মদনপুর মদনগঞ্জ সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কে বন্দর উপজেলায় নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুটি সাবেক নারায়ণগঞ্জ-৫ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম নাসিম ওসমানের নামে নামকরণে আমরা বন্দর বাসী আনন্দিত। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার র্দীঘায়ু কামনা করে ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম নাসিম ওসমান, আবুল জাহের মামার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করি। মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, আলহাজ্ব আবুল খায়ের, আলী আহম্মেদ, আলী হোসেন, মাহমুদ্দুলাহ, আলামিন, ডালিম, বাতেন, মুরাদ, শ্যামল, রাসেল, জামাল, হাবিউল্লাহ কন্টেকটার, রবিউলসহ এলাকার ব্যক্তিবর্গ।