রূপগঞ্জে ২ ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৯ই মে শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ছালাউদ্দিন ভুঁইয়া ৩ কোটি ৮৬ লক্ষ ৫৫ হাজার ৮শত টাকা। এর মধ্যে রাজস্ব আয় থেকে আসবে ১৬ লক্ষ ৮৫ হাজার ২শত টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬৯ লক্ষ ৮৩ হাজার ৯ শত টাকা। বাজেটের সার্বিক উদ্ধৃত ধরা হয়েছে ১৬ লক্ষ ৭১ হাজার ৯ শত টাকার বাজেট ঘোষণা করেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মশিউর রহমান তারেক, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ মোমেন, বীর মুক্তিযোদ্ধা মোন্তাজ উদ্দিন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি ও ইউপি সদস্য আলহাজ্ব মো. রমজান আলী, ইউপি সচিব হাবিবুল্লাহ মিয়া প্রমুখ।

অপরদিকে, রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত ৩ কোটি ৬ লাখ ৭৯ হাজার ৫শ টাকার উন্মুক্ত  বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে মোট ২ কোটি ৯৪ লাখ ৭ হাজার ১শ টাকা ও উদ্ধৃত্ব রয়েছে ১২ লাখ ৭২ হাজার ৪শ টাকা। শনিবার দুপুরে  ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে  অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে পরিষদের সচিব মেহেরুল্লাহ মিয়ার সঞ্চালনায় চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু এ বাজেট ঘোষণা করেন।

উপস্থিত ছিলেন ইউপি সদস্য শরিফ মিয়া, সুনীল চন্দ্র সাহা, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, ফারুক মিয়া, বাদশা মোল্লা, এমরান হোসেন রিপন, বাচ্চু মিয়া, সংরক্ষিত নারী সদস্য পারভীন সুলতানা, সাজেদা বেগম, শাহীনা আক্তার, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম শিশু, মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, এডভোকেট সরাফত আলী, এডভোকেট কাজী রেজাউল করিম প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত