নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আস্তানা থেকে হাতে-নাতে ৭ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে ২৭ই মে বৃহস্পতিবার গভীর রাত সাড়ে ৩টায় বন্দর থানাধীন কামতাল এলাকা থেকে তাদের গ্রেতার করা হয়।
এ সময় জুয়ার আস্তানা থেকে নগদ ১৬ হাজার ১ শত ৩০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করে র্যাব -১১ এর সদস্যরা। গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো : মো. রজব আলী (৩৫), আ: মতিন (৪৫), মো. তোরাব হোসেন (৩৬), মো. রবিউল্লাহ (৫০), আ: বারেক (৪৮), মো. জাহাঙ্গীর হোসেন (৪০) ও আমির হামজা (৫৮)।
২৮ই মে শুক্রবার বেলা ২ টায় নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব-১১ এর সিনিয়র এএসপি প্রণব কুমার এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, একটি সংঘবদ্ধ চক্র বন্দর থানাধীন কামতাল এলাকায় বেশ কিছুদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো। উপস্থিত স্বাক্ষী, স্থানীয় লোকজন ও গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নিয়মিত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল বলে জানা যায়। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।