নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন পরিচালনা পর্ষদ নির্বাচন (২০২১-২০২৩ইং) মেয়াদের দ্বি-বার্ষিকী নির্বাচনটি স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ সম্পন্ন হয়েছে। ২৬ই মে বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলে। এতে মো.মাহবুবু রহমান স্বপন এর নেতৃত্বাধীন সম্মলিত ঐক্য পরিষদ প্যানেলের ২১ টি পদের বিপরীতে ১৮টিতে বিজয় লাভ করেছেন। ফলে তাঁর নেতৃত্বে সংগঠনটিতে নতুন পরিচালনা পর্ষদ গঠন হতে যাচ্ছে। আর মো.কামাল হোসেন-মো.মিজানুর রহমান এর নেতৃত্বাধীন নির্টি মালিক ঐক্য ফোরাম প্যানেলে ৩ জন জয়ী হয়েছে। ২৬ই মে বুধবার ভোট গণনা শেষে সন্ধ্যায় ফতুল্লা থানাধীন শিল্পনগরী বিসিক পঞ্চবটি এলাকাস্থ সংগঠনটির কার্যালয়ে পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হাতেম বিকেওএর নিবার্চনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।
সম্মিলিত নিট ঐক্য পরিষদের দল নেতা মো. মাহবুবুর রহমান স্বপন নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ১০১ ভোট পেয়ে বিজয়ী লাভ করেছেন। একই প্যানেলের মো. ফারুক আহমদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট ৯৬টি পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সম্মিলিত নিট ঐক্য পরিষদের মো. আকবর হোসেন তৃতীয় সর্বোচ্চ ৯৬ ভোট, নির্মল চন্দ্র রায় চতুর্থ ৯৫ ভোট, মো. কবির হোসেন ভূঁইয়া পঞ্চম ৯০ ভোট, মো. নুরুল ইসলাম ষষ্ঠ ৯০ ভোট, মো. মজিবুর রহমান সপ্তম ৮৯ ভোট, মো. সাহারীয়া জুয়েল অষ্টম ৮৮ ভোট, মো. মুকুল হোসেন নবম ৮৭ ভোট, মো. জাহিদুল আলম ১০তম ৮৭ ভোট, মো. আব্দুল আউয়াল টুটুল ১১তম ৮৬ ভোট, মো. শহীদুল ইসলাম ১২তম ৮৫ ভোট, মো. বাস্তব হোসেন ১৩তম ৮৩ ভোট, মো. আলী রেজা ১৪তম ৮৩ ভোট, মো. আবুল বাসার ১৬তম ৮১ ভোট, মো. জাহাঙ্গীর আলম ১৮তম ৭৭ ভোট, মো. রাকিবুল হাসান রাকিব ১৯তম ৭৫ ভোট, মো. নুরজ্জামান খান ২০তম ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্টি মালিক ঐক্য ফোরাম প্যানেলের নেতৃত্ব দেওয়া প্রার্থী মো. কামাল হোসেন ১৫তম ৮৩ ভোট, মো. সিরাজুল ইসলাম চৌধুরী ১৭তম ৭৯ ভোট ও মো. মহসিন মৃধা ২১তম ৭৩ ভোট পেয়ে জয় হয়েছে।
এদিকে, কোন রকম অপ্রিতিকর ঘটনা বা অভিযোগ ছাড়াই সংগঠনটির প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচনে দুই প্যানেল সম্মলিত ঐক্য পরিষদ ও নির্টি মালিক ঐক্য ফোরাম প্রতিদ্বন্ধিতা করে। এছাড়াও স্বতন্ত্র থেকে ১ জন নির্বাচনে অংশ নেয়। ২১টি পদের বিপরীতে ২ জোট থেকে ৪২ জন ও স্বতন্ত্র থেকে ১ জন মিলে মোট ৪৩ জন নিট কারখানার মালিক নির্বাচনে অংশ নিয়েছিলেন। ৩ সদস্যের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন বিকেএমইএর সিনিয়র সভাপতি ও ফতুল্লা বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম। কমিটির অপর দুই সদস্য হলেন : ব্যবসায়ী নেতা ইউসুফ বিন পাপ্পু ও আবু তাহের শামীম।