নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে অজ্ঞাত কারনে কেরি পোকার ঔষধ সেবন করে ইয়াছিন (২৮) নামে যুবক আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। ২৪ই মে সোমবার দিবাগত রাত দেড়টায় ঢাকা প্রোএ্যাকটিভ ম্যাডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মৃত্যু বরণ করে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে মিলন মিয়া বাদী হয়ে আজ ২৫ই মে মঙ্গলবার দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।
জানা গেছে, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার হোসেনদী এলাকার মৃত আজিম মিয়ার ছেলে ইয়াছিন মিয়ার মাবাবা বেঁচে না থাকার সুবাদে সে একই জেলার একই থানার টেঙ্গারচর এলাকার ইমান আলীর বাড়ীতে ছোটকাল থেকেই বসবাস করে আসছে। এর ধারাবাহিকতায় গত ২৩ই মে রবিবার তার শ্বশুড়বাড়ী বন্দর উপজেলার গকুলদাশেরবাগ এলাকায় বেড়াতে আসে। পরে ২৪ই মে সোমবার দুপুরে খাবার খেয়ে পুনরায় তার বাড়ীতে ফিরে অসুস্থ্যবোধ করে। পরে বাড়ীর লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা প্রোএ্যাকটিভ ম্যাডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিসাধীন অবস্থায় রাতে সে মৃত্যু বরণ করে। কর্তব্যরত চিকিৎসক জানায়, কেরী পোকার ঔষধ সেবন করার কারনে তার মৃত্যু হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত আত্মহত্যার কারন জানা যায়নি।