নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার এবং তাকে লাঞ্ছনাকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা প্রেস ক্লাব। ১৯ই মে বুধবার সকাল ১০টায় ক্লাবের সামনে মানববন্ধন শেষে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে মিছিল করা হয়।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় মানববন্ধন ও মিছিলে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এম সামাদ মতিন, সহ সভাপতি সৈয়দ মশিউর রহমান শাহিন, সাবেক সহ সভাপতি রহুল আমিন প্রধান, আলামিন প্রধান, নিয়াজ মোহাম্মদ মাসুম, মনির হোসপন, আবাদুল আলিম লিটন, সোহেল আহম্মেদ, সেলিম হোসেন, নজরুল ইসলাম সুজন, শফিকুল ইসলাম জনি, শাকিল আহমেদ ডিয়েল, জিএ রাজু, রফিক হাসান, প.ম আজিজ, মাসুদ আলী, বদিউজ্জামান, সাগর, হিরা, সাবিত আল হাসান, মেহেদি হাসান রাসেল, মো.সোহেল, রাসেল, ফিরোজ, ফয়সাল আহম্মেদ, শফিক, জামিল, মুন্না, রাসেল, আমির হোসেন প্রমুখ।