নাগবাড়ি থেকে শাহাজালাল নামে যুবক নিখোঁজ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি): নারায়ণগঞ্জ নগরীর নাগবাড়ি এলাকা থেকে একটি ছেলে হারিয়ে যাওয়ার সংবাদ পাওয়া  গেছে। ছেলেটির নাম মো: শাহাজালাল, বয়স ২৬ । পিতার নাম মো: শামীম বেপারী। গত শনিবার (৮ মে) রাত ৯টার সময় নাগবাড়ি এলাকার বাসা থেকে বের হলে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না । এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।যার নং- ৪৬৩, তারিখ-১০/০৫/২০২১ইং।

পরিবার সূত্রে জানা গেছে, ছেলেটি শারীরিক প্রতিবন্ধি। গায়ের রং কালো, পড়নে ছিলো লুঙ্গি ও লাল সাদা রংয়ের শার্ট, মাথায় টুপি । যদি কোন ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য বিনিত অনুরোধ জানিয়েছেন নিখোঁজের পরিবার। যোগাযোগের ঠিকানা দেওভোগ নাগবাড়ি ডায়বেটিকস্ হসপিটাল, ফতুল্লা, নারায়ণগঞ্জ। মোবাইল:- ০১৭১৯৩২২২৮৪, ০১৭৭২৫১৫৬৬১।

add-content

আরও খবর

পঠিত