নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মাসদাইর যুব কল্যাণ সংঘের পক্ষ থেকে পবিত্র ঈদ–উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ বাসী সহ দেশবাসীকে পবিত্র ঈদ–উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে রায়হানের বন্ধু মহল।
১৩ই মে বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় তারা জানান, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। এবং বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই দু:সময় কেটে গিয়ে পবিত্র ঈদ উল ফিতর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি। মহামারীর এই সময়টাতে নিজের এবং পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তার করে সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলুন।
তারা আরো জানান, পবিত্র ঈদ–উল ফিতর এই আনন্দঘন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি। ঈদের এই আনন্দঘন মূহুর্ত অম্লান হোক। সেই প্রত্যাশায় মাসদাইর বাসী সহ নারায়ণগঞ্জ জেলা বাসীকে পবিত্র ঈদ–উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক !