নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দরে র্যাবের বিশেষ অভিযানে ৩৯৯ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা সহ মো. মহিন উদ্দিন (২৭) ও তার সহযোগী মো. কাইয়ুম হোসেন (২২) নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ৯ই মে রবিবার রাত ৮ টায় বন্দর থানাধীন মদনপুর এলাকায় তাদের গ্রেফতার করে র্যাব।
এ সময় আসামীদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৬ হাজার ৮ শত ৫০ টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সোয়াগাজী জগপুর এলাকার বলে জানা যায়।
৯ই মে রবিবার রাত সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব-১১ এর সিনিয়র এএসপি প্রণব কুমার এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানা যায়। এয়াড়া তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।
র্যাবের ওই কর্মকর্তা আরো জানান, জিজ্ঞাসাবাদে তারা আরোও জানায় তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে বিশেষ কৌশলে মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা বাংলাদেশে প্রবেশ করায় এবং তা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। তারই পরিপেক্ষিতে ৯ই মে রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল বন্দর থানাধীন মদনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মো. মহিন উদ্দিন (২৭) ও তার সহযোগী মো. কাইয়ুম হোসেন (২২) নামে দুই যুবককে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।