নাসিকের সড়ক বন্ধ করে হঠাৎ পিচ ঢালাই, তীব্র যানজটে ভোগান্তি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশেন ১৩নং ওয়ার্ডে নাসিকের সড়ক বন্ধ করে হঠাৎ পিচ ঢালাইয়ের কাজ করায় জনসাধারণের ভোগান্তি পোহাতে হচ্ছে। বৃহস্পতিবার (৬ মে) সকাল থেকে শহরের মূল সড়কের সাথে ঘেঁষা গলাচিপা রেললাইন পেরিয়ে কলেজ রোড যাওয়ার এ সড়কটি বন্ধ থাকায় শাখা সড়কগুলো সরু হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে যেমনি রিকশা, ইজি বাইক, সিএনজি সহ বিভিন্ন ছোট যানবাহনের র্দীঘ লাইন দেখা গেছে। তেমনি এ পথে চলাচলকারী শ্রমিক, অসুস্থ ব্যাক্তি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে যাওয়া মানুষের অনেক পোহাতে ভোগান্তি হয়েছে।

স্থানীয় কয়েকজনের সাথে এ বিষয়ে কথা হলে জানা যায়, এই এলাকায় নাসিকের একটি ভবন হচ্ছে। যা নিয়ে কিছুদিন পরপরই রাস্তা বন্ধ করে তারা ইট, বালু, সিমেন্ট, রড রেখে দেয় সড়কে। আর এজন্য বিভিন্ন সময়ই সড়কটি বন্ধ সাইনবোর্ড লাগিয়ে তারা কাজ চালাতে থাকে। আর এতে করে নানা সমস্যায় পড়তে হতো এ পথে চলাচলকারী ও বসবাসকারীদের।

অনেকেই অভিযোগ তুলে বলেন, নাসিকের ওই ভবন নির্মাণে সড়কে তাদের ইট, বালু রড রাখাতে সড়কটিও বেহাল দশায় রূপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় তাদের সৃষ্ট খানাখন্দ ঢাকতেই সড়কটিকে পিচ ঢালাই দেয়ার মাধ্যমে সংস্কার করার কাজ চালাচ্ছে তারা। তবে যে কাজটি রাতে করা যেত সে কাজটি সপ্তাহের শেষ দিনে করায় মানুষের জন্য ব্যাপক কষ্টের কারণ হয়েছে।

add-content

আরও খবর

পঠিত