প্রাইভেটকার থামিয়ে চাঁদা আদায়কালে সোনারগাঁয়ে ৩ চাঁদাবাজ গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী প্রাইভেটকার থামিয়ে চাঁদা আদায়কালে ০৩ জন চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ দল। গোপন সংবাদের ভিত্তিতে আজ ৪ঠা মে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় র‌্যাবের অভিযানে কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো : মো. জহিরুল হক (৪৮), মো. মামুন (৪০) ও মো. ইমরান (১৮)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১ লক্ষ ৫ শত ৩০ টাকা উদ্ধার করে র‌্যাব।

আজ ৪ঠা মে মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব- ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক প্রেরিত বার্তায় জানান, সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় একটি সক্রিয় চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি দৈনিক ৫০ টাকা থেকে ১শত টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলো বলে জানা যায়। কয়েকজন ভুক্তভোগী প্রাইভেটকার ও মাইক্রোবাস চালকের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ কর্তৃক ঘটনার অনুসন্ধান করে সত্যতা পেয়ে আজ ৪ঠা মে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে যাত্রীবাহী প্রাইভেটকার থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজির নগদ ১ লক্ষ ৫শত ৩০ টাকা উদ্ধারসহ উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় ৩ জন চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চলাচলরত প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল জানা যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

add-content

আরও খবর

পঠিত