নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত ) : নারায়ণগঞ্জ-৫ আসনের সর্বাধিক বার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রয়াত জননেতা আলহাজ্ব নাসিম ওসমানের ৭ম মৃত্যু বাষির্কী আজ। তাই একমাত্র সুযোগ্য কন্যা আফরিন ওসমান বাবার ৭ম মৃত্যু বাষির্কী উপলক্ষে সকলের নিকট দোয়া চেয়ে আফরিন ওসমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যাক্তিগত আইডিতে স্ট্যাটাস এর মাধ্যমে এক আবেগময় অনুভূতি প্রকাশ করেন সেটি সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর পাঠকদের জন্য নিচে হুবাহু তুলে ধরা হলো :
আব্বু নাই আজ সাত বছর হয়ে গেল।অবাক লাগে সাতটা বছর আব্বুকে ছাড়া কিভাবে বেঁচে আছি ! সাত বছরে প্রতিটা সময় আব্বুকে মনে পড়েছে কিছু হলেই মনে হয় আব্বু যদি থাকত তাহলে কত কিছু দেখতো আমরা এক সাথে কত কিছু করতাম। আমার বাচ্চা দুটো একটা ভালবাসার মানুষ পেত নানা ভাই। কত কি করতো আব্বু ওদের সাথে।
সবই তো আল্লাহর হাতে তাইতো আল্লাহ এত তাড়াতাড়ি আব্বুকে নিয়ে গেছে ভালবেসে। ভাল মানুষ বেশী দিন নাকি বাঁচে না। আল্লাহ নিয়ে যান তার কাছে। শেষের দিকে আব্বু পুরো শুয়ে ঘুমাতো না, খাটের সাথে আধা হেলান দিয়ে ঘুমাতো, আব্বু মারা যাওয়ার কিছু দিন আগে আব্বুকে এভাবে দেখে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমার আব্বুকে শান্তিতে ঘুমাতে দেন। আল্লাহ আমার চাওয়া কবুল করেছেন নাকি জানিনা তবে আমার মনে হয় আল্লাহ আব্বুকে শান্তিতে ঘুমাতে দিয়েছেন। একটাই চাওয়া আল্লাহর কাছে আল্লাহ আমার আব্বুর সব গুনাহ মাফ করে আব্বুকে যেন জান্নাতবাসী করেন। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্বুকে জান্নাতবাসী করেন। আমিন।
আফরিন ওসমানের স্বামী ইফতেখাইরুল ইসলাম নাসিম ওসমানের ৭ম মৃত্যু বাষির্কী উপলক্ষে ফেসবুকে তার ব্যাক্তিগত আইডিতে স্ট্যাটাস এর মাধ্যমে নাসিম ওসমানকে স্মরণ করে এক অনুভূতি প্রকাশ করেন সেটি সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর পাঠকদের জন্য নিচে হুবাহু তুলে ধরা হলো :
নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি। অত্যন্ত জনপ্রিয় এই নেতা আমাদের আসনে ৪ চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান, একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার প্রতিশোধ নিতে তিনি নিজ স্ত্রীকে ফেলে রেখে এক কষ্টসাধ্য সংগ্রামের পথে পা বাড়ান। ৭ বছর কেটে গেছে তিনি গত হয়েছেন, এখনো মদনগঞ্জ, বন্দর এলাকার মানুষ তাঁকে প্রাণভরে স্মরণ করেন।
মানুষ বেঁচে থাকেন তাঁর কর্ম দিয়ে। এ কে এম নাসিম ওসমান একজন কর্মবীর ছিলেন। মাটি ও মানুষের পালস বুঝতে পারা এই মহান নেতার আজ ৭ম মৃত্যু বার্ষিকী। মহান আল্লাহ তাঁর সকল ভুল ভ্রান্তি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। আমিন
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ-৫ আসনের ইতিহাসে সর্বাধিক বার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রয়াত জননেতা আলহাজ্ব নাসিম ওসমানের ৭ম মৃত্যু বার্ষিকী আজ। নারায়ণগঞ্জের প্রাণ পুরুষ সাবেক এই সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম নাসিম ওসমান ২০১৪ সালের এই দিনে ভারতের দেরাদুনে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি গরিব দু:খি, মেহনতি মানুষের খুব আপনজন ছিলেন। মহান এই নেতা নাসিম ওসমানের কাছে যে কোন শ্রেণী পেশার মানুষ তার সমস্যার কথা বলেছেন। আর এই মহান নেতা তাদের সকল সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং তাৎক্ষনিক তাদের সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট ব্যাক্তিদের নির্দেশ দিতেন। রাজনৈতিক দল হিসেবে নাসিম ওসমান জাতীয় পার্টির হলেও তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। এই মহান নেতার অকাল মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সহ উপজেলাধীন বন্দরের লাখো মানুষ অভিভাবকহীন হয়ে পড়েছে। একজন জন প্রতিনিধি ছাড়া ও তিনি ছিলেন আধ্যাতিক জগতের মানুষ । আল্লাহ্ রাসুল ভক্ত নাসিম ওসমানকে সকলেই মনে প্রাণে আজও তাকে বিনম্র শ্রদ্ধায় স্বরণ করে।