মাসদাইরে গ্রেফতারের পর বের হয়ে আবারো তৎপর মাদক বিক্রেতা বাপ্পি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীণ মাসদাইর এলাকার চিহিৃত মাদক বিক্রেতা বাপ্পি ইয়াবাসহ গ্রেফতারের ১ দিন পর বের হয়ে আবারো মাদক বিক্রয়ে তৎপর হয়ে উঠেছে।

জানা যায়, এর আগের দিন ২৭ই এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে মাসদাইর বেকারী মোড়ের সামনে জোয়াইদ্দা হাজীর বাড়ির পাশ থেকে ইয়াবা সহ চিহিৃত মাদক বিক্রেতা বাপ্পিকে হাতে নাতে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, মাসদাইর এলাকায় বাপ্পি মাদকের ডিলার জমিলার সেলসম্যান হিসেবে পরিচিত। সে পুলিশের হাতে মাসদাইরে গ্রেফতার হওয়ার পরও ১ দিন পর বের হয়ে আবারো মাদক বিক্রয়ে তৎপর হয়ে উঠেছে। তার কারণে মাদকের ভয়ানক ছোবলে পড়েছে এলাকার যুব সমাজ। এতে করে এলাকার তরুন ছেলেরা মাদকের ছোবলে আসক্ত হয়ে যাচ্ছে। সে দিনভর মাসদাইর বেকারী মোড়, হাজী বাড়ির গলি, পতেঙ্গা মাঠ, পাকাপুল এলাকা, পশ্চিম মাসদাইর মেম্বার বাড়ির গলি, মাসদাইর গুদারাঘাট, সরদার বাড়ির মসজিদ থেকে শুরু করে নায়েবের বাড়ি পর্যন্ত রাস্তায় মাদক বিক্রি করে থাকে।  চিহিৃত মাদক বিক্রেতা বাপ্পি এর আগেও পুলিশ হাতে ধরা পড়েছিলো কিন্তু জামিনে এসে ফের অপকর্মে জড়িয়ে পড়ে।

add-content

আরও খবর

পঠিত