বলাৎকারের অপবাদ দিয়ে চাকরিচ্যুত করায় শিক্ষকের আত্মহত্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বলাৎকারের অপবাদ দিয়ে চাকুরিচ্যুত করায় অভিমানে আব্দুর রহমান (৩০) নামে এক এতিমখানার শিক্ষক বিষপানে আত্মহত্যা করেছে। শনিবার ভোররাতে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক দারুল হুদা আলিম মাদ্রাসা ও শিশু সনদ এতিমখানায় ঘটে এ ঘটনা।

স্থানীয়রা জানায়, ৪ বছর ধরে কিশোরগঞ্জের নিকলী থানাদীন দৌলপুর এলাকার ইব্রাহীম মিয়ার ছেলে আব্দুর রহমান চারিতালুক দারুল হুদা আলিম মাদ্রাসা ও শিশু সনদ এতিমখানায় শিক্ষক হিসেবে কর্মরত ছিল। ২৩ই এপ্রিল শুক্রবার উক্ত মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইকবাল হাসান এতিমখানার এক ছাত্রকে বলাৎকার করার অভিযোগ এসে শিক্ষকতা থেকে আব্দুর রহমানকে বহিস্কার করে ও তার সকল পাওনাদী পরিশোধ করে দেয়। এমনকি ২৪ই এপ্রিল শনিবার সকালে মাদ্রাসা থেকে চলে যাওয়ার জন্য নির্দেশ করে। অপবাদ সহ্য করতে না পেরে শনিবার ভোর রাতে মাদ্রাসা প্রাঙ্গনে বিষপান করে। গুরুত্বর অবস্থায় মাদ্রাসার অন্য শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা দেয়।

বলাৎকারের অভিযোগে শিক্ষককে বহিস্কারের বিষয়টি অস্বীকার করে অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইকবাল হাসান বলেন, শুক্রবার শিক্ষক আব্দুর রহমান আমার কাছে বাড়ীতে যাবে বলে ছুটি চাইলে তাকে তার সকল পাওনাদী পরিশোধ করে ছুটি দেয়া হয়। কিন্তু ভোর রাতে সে বিষপান করলে আমরা তাকে হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যু বরণ করে।

তিনি আরো বলেন, কয়েক মাস আগে শিক্ষক আব্দুর রহমান বিয়ে করেন। তার স্ত্রীর সাথে নাকি তার সম্পর্ক ভাল না। সেজন্য হয়তো সেই কষ্টে তিনি আত্মহত্যা করেছে।

এদিকে এ ব্যাপারে নিহতের বড় ভাই কামাল উদ্দিন জানায়, প্রতিদিনের মত শনিবার সাহরীর সময় তার মোবাইলে ফোন দিলে সে তা রিসিভ করেনি। পরে তার এক সহকর্মীর কাছে জানতে পারি আমার ভাই বিষপান করে আত্মহত্যা করেছে। কিস্তু কি কারনে সে আত্মহত্যা করেছে আমি জানতে পারিনি।

তিনি আরো বলেন, তার ভাই গত বছরের অক্টোবর মাসে তাদের এলাকায় সাজেদা নামের এক মেয়েকে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে করে। বিয়ের পর থেকে স্ত্রীর সাথে তার মনের মিল হয়নি। সেজন্য আব্দুর রহমান চলতি বছরের ফেব্রæয়ারী মাসের প্রথমদিকে তার স্ত্রীকে তালাক দেয়। এনিয়ে তার মধ্যে কোন হতাশা বা কষ্ট আমি দেখিনি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জসীমউদ্দিন বলেন, শিক্ষকের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত