নারায়ণগঞ্জ বার্তা ২৪ : কনক হোসিয়ারী এন্ড গামেন্টস কে ৭ উইকেটে হারিয়ে টেপ টেনিস ওয়ান ডে ম্যাচে বিজয়ী হয়েছে পার্কিজ হোসিয়ারী এন্ড গামেন্টস। ২০ মে শুক্রবার সকালে চাষাড়াস্থ শিশু কল্যাণ স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে দুই হোসিয়ারীর ১১ জন করে খেলোয়াড় অংশ নেয়। ম্যাচটি উপভোগ করতে স্থানীয় ক্রিকেট প্রেমী, নয়ামাটির হোসিয়ারী শ্রমিক ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিল। টসে জিতে ফিল্ডিং এ যায় পার্কিজ। ব্যাটিং এ মাঠে নেমে পার্কিজ কে ১৫১ রানের টার্গেট দেয় কনক। ১৬ ওভারের খেলায় পার্কিজ এর পক্ষে সর্ব্বোচ ৯৮ রান করে হৃদয় (অপরাজিত)। মোবারক দুর্দান্ত বলিং এ ছিনিয়ে নেয় কনকের ৩ উইকেট। ফুল পাখির আসরের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহম্মদ রিপন, কনকের পক্ষে হেড কাটিং মাষ্টার বেনু বাবু, ইনচার্জ তুলসী দাস, পার্কিজের পক্ষে সাদ্দাম জামান তুষার সহ অন্যান্য কর্মকর্তারা ওয়ান ডে ম্যাচটি উপভোগ করেন।