নারায়ণগঞ্জে পোশাক কারখানার ভয়াবহ বিস্ফোরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রফতানিমুখী ক্যাডটেক্স পোশাক কারখানার ডাইং বিভাগে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ২১ই এপ্রিল মঙ্গলবার গভীর রাতে ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা জানান, কাপড় শুকানোর চলন্ত মেশিন থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে প্রায় ৩০ গজ দূরে কারখানার প্রধান গেট উড়ে সড়কে গিয়ে পড়ে। এ সময় ভয়ে শ্রমিকরা দ্রুত কারখানা থেকে বের হয়ে যায়। তখন কারখানাতে প্রায় শতাধিক শ্রমিক কর্মরত ছিল।

আগুনে ডাইং বিভাগের বিপুল পরিমাণ কাপড় ও মূল্যবান মেশিন পুড়ে ছাই হয়ে যায়। তখন কারখানার পক্ষ থেকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কারখানার ম্যানেজার (অ্যাডমিন) সিরাজুল ইসলাম বলেন, রাত পৌনে ২টার দিকে কারখানার স্ট্যান্ডার্ড মেশিনের ডার্জ থেকে আগুন লেগে কাপড় ও মেশিন পুড়ে গেছে। তখন কারখানায় ৬০/৭০ জন কর্মচারী কর্মরত ছিল। ফায়ার সার্ভিসে ফোন করার পর তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেছেন। এতে কোন হতাহত হয়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, খবর পেয়ে রাত ২টায় অন্তিম গ্রুপের ক্যাডটেক্স পোশাক কারখানায় এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আমাদের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেছে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্ফোরণের কারণ জানা হবে।

add-content

আরও খবর

পঠিত