নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় ২০ই এপ্রিল মঙ্গলবার রাতে মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিলের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে অভিযোিগ পাওয়া গেছে। এ সময় মুক্তিযোদ্ধার ছেলে মহিউদ্দিন ও হাবিবুল্লাহকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। ২১ই এপ্রিল বুধবার সকালে এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিলের ছেলে হাবিবুল্লাহ খোকন জানান, গত মঙ্গলবার বিকালে তাদের প্রতিবেশী আসাদ, ফজর আলীসহ আরো ৫/৬ জন মিলে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুটি বসাচ্ছিলেন। এতে চলাচলে বিঘ্ন সৃষ্টি ঘটতে পারে এই কারনে তার ছোট ভাই মহিউদ্দিন খুটি সরিয়ে রাস্তার এক পাশে বসাতে বলেন। নিষেধ না শুনে খুটি সেখানেই বসালে মহিউদ্দিনের সাথে তাদের বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে রাতে সন্ত্রাসী ভাড়া করে করে আসাদ, ফজর আলী, সজিব, নেকবর আলী দুদাসহ ২০/২৫ জন দেশীয় ও ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিলের বাড়িতে হামলা করে। বাঁধা দেওয়ায় হামলাকারীরা মহিউদ্দিন ও হাবিবুল্লাহ খোকনকে এলোপাথারীভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি এইচ এম জসিম উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।