নারায়ণগঞ্জ বার্তা ২৪ : স্বপরিবারে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমান, ছেলে আজমেরী ওসমান ও পুত্রবধূ সাবরিনা ওসমান জয়া। ২১ই এপ্রিল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুরের ৩শ শয্যা হাসপাতালে এসে তারা করোনা টিকা নেয়।
টিকা গ্রহন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃজ্ঞতা জানিয়ে পারভীন ওসমান বলেন, আজ করোনার টিকা গ্রহন করতে পেরে খুবই ভালো লাগলো। সকলের প্রতি আমার আহ্বান যারা টিকা গ্রহন করেনি তারা যথা সময় এসে টিকা গ্রহন করুন। গুজবে কান দিবেন না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কারনে দেশ অনেক এগিয়ে। টিকার ক্ষেত্রেও আমরা অনেক এগিয়ে আছি। আপনারা তার জন্য দোয়া করবেন।
এছাড়া এ সময় আজমেরী ওসমান জানান, করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহন করতে পেরে খুবই ভালো লাগছে। ভ্যাকসিন দেওয়ার পর এখন পর্যন্ত আমার কোন সমস্যা হয়নি। এই টিকা নিয়ে আমি নিজেকে নিরাপদ মনে করছি। সকলের প্রতি আমার আহ্বান সকলেই নিজ নিজ দায়িত্বে পরিবার নিয়ে করোনার টিকা গ্রহন করুন এবং স্বাস্থ্যবিধি দিক নির্দেশনা অনুযায়ী মেনে চলুন।
এ সময় উপস্থিত ছিলেন নাসিম ওসামন স্মৃতি দুস্থ ও জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরকিুল ইসলাম লিমন, জেলা ট্রাক ট্যাংকলড়ী ও কাভার্ভ্যান শ্রমিক ইউনিয়ন-২৫৫৮ এর সাধারণ সম্পাদক হাজী মো. বজলুর রহমান রিপন, খানপুর মেট্রো হল পরিবহন শ্রমিক কমিটির সভাপতি মো. মামুন খান, জাতীয় ছাত্র সমাজ এর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার সভাপতি শাহাদাত হোসেন রুপু, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় ছাত্র সমাজ এর সভাপতি শাহা আলম সবুজ, নাছির, মনির, সনেট প্রমুখ।