পুলিশের হাতে ২৫ কেজি গাঁজাসহ ধরা পড়লো ইসমাইল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় ২৫ কেজি গাঁজাসহ ইসমাইল হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। ২০ই এপ্রিল মঙ্গলবার ভোরে ফতুল্লার দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ইসমাইল হোসেন ফতুল্লার দৌলতপুর এলাকার হালিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। অভিযান কালে সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন গাঁজা মাপার কাজে ব্যবহৃত একটি ডিজিটাল মিটার (মেশিন) উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম আহম্মেদ জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল ইসমাইল। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে দৌলতপুর এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইসমাইলের ঘরে থাকা ২৫ কেজি গাজাসহ ইসমাইলকে গ্রেফতার করা হয়। ইসমাইলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

add-content

আরও খবর

পঠিত