নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কয়েকটি মার্কেট খোলা রাখা ও করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন না করায় ৬টি মামলা এবং ১৪শ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসক মো.মোস্তাইন বিল্লাহর নির্দেশনা মোতাবেক আজ ১৮ই এপ্রিল রবিবার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আব্দুল জব্বার এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অভিযান চালানো হয়।
এ সময় সরকার ঘোষিত নিয়ম প্রতিপালন না করে সোনাদিয়া মার্কেট, সিদ্ধিরগঞ্জের ছালেহ সুপার মার্কেট, গোদনাইল ধনকুন্ডা এলাকার কিছু কাপড়ের মার্কেট ও ফার্নিচারের মার্কেট খোলা রাখায় তা বন্ধ করে দেওয়া হয়। তাছাড়া সোনাদিয়া মার্কেটের যুগ্ম সাধারণ সম্পাদককে দোকান বন্ধ ও স্বাস্থ্যবিধি প্রতিপালন ও লকডাউনের মধ্যে দোকান না খোলার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে গত ১৪ই এপ্রিল থেকে আগামী ২১ই এপ্রিল পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। লকডাউন কার্যকর করতে সরকারের ১৩ দফা বিধিনিষেধে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রবাদি কেনা, চিকিৎসা সেবা, মরদেহ দাফন বা সৎকার এবং টিকা কার্ড নিয়ে টিকার জন্য যাওয়া) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না এবং লকডাউনের মধ্যে মার্কেট সহ দোকান-পাট খোলা যাবে না।