ক‌্যান্সা‌রে আক্রান্ত আ‌বে‌গের পা‌শে দাঁড়ালেন অয়ন ওসমা‌ন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ক‌্যান্সা‌রে আক্রান্ত আ‌বেগ হাসানের উন্নত চি‌কিৎসার জন‌্য পা‌শে দাঁড়ালেন সাংসদ শামীম ওসমান পুত্র ও নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডা‌স্ট্রিজ এর প‌রিচালক অয়ন ওসমান। ৮ই এপ্রিল বৃহস্প‌তিবার রা‌তে দক্ষিণ মাসদাইর এলাকায় অসুস্থ আ‌বেগ এর খোঁজ খবর নি‌য়ে‌ছেন মহানগর ছাত্রলী‌গের নেতাকর্মীরা। এছাড়াও অয়ন ওসমা‌নের প‌ক্ষে ১ লক্ষ টাকা আর্থিক সহযোগিতাও তু‌লে দি‌য়ে‌ছেন তারা।

জানা গে‌ছে, দীর্ঘ‌দিন যাবত আবেগ হাসান এই মরনব‌্যা‌ধি রো‌গে আক্রান্ত র‌য়ে‌ছেন। এরআ‌গেও ভারত থে‌কে চি‌কিৎসা নি‌লে শা‌রীরিক অবস্থ‌াও উন্ন‌তি দেখা দি‌য়েছিল। ত‌বে ক‌রোনাকালীন সময় শুরুর দি‌কে ‌চি‌কিৎস‌কের পরার্মশ নেয়া হ‌লেও পরব‌র্তিতে তা সম্ভব হয়‌নি। বর্তমা‌নে অবস্থার অবন‌তি হ‌লে আবা‌রো ভার‌তে চি‌কিৎসা নেয়ার পরার্মশ দি‌য়ে‌ছে চি‌কিৎসক। তাছাড়া এই ব‌্যয় বহুল চি‌কিৎসায় খরচ চালা‌তে অ‌নেকটাই ‌হিম‌শিম খা‌চ্ছে তার প‌রিবার। কিন্তু মধ‌্যবিত্ত ঘ‌রের সন্তান হওয়ায় মুখ লজ্জায় অ‌নেকটা নির‌বে অসহায় দিন কাটা‌চ্ছে আ‌বেগ। তাই তার প‌রিবার, আত্মীয়, বন্ধু মহল যতটুকু পার‌ছে তা‌কে সান্তনা ও সা‌র্বিক সহ‌যোগীতা সহ দোয়া কর‌ছেন। সক‌লের কা‌ছেই তার জন‌্য দোয়া কামনা ক‌রে‌ছেন প‌রিবার।

এ বিষ‌য়ে অসুস্থ আ‌বে‌গের সা‌থে কথা হ‌লে তি‌নি জানান, সার্বক্ষ‌নিক প্রচন্ড ব‌্যাথা অনুভব কর‌ছি। এটা আস‌লে কাউ‌কে বোঝা‌নোর মত নয়। ৯ই এপ্রিল শুক্রবার দুপু‌রে আমার ফ্লাইট। ভার‌তের বোম্বেতে আমার চি‌কিৎসা জন‌্য রওনা হ‌বো। ত‌বে আ‌মি সক‌লের আন্ত‌রিকতায় মুগ্ধ। এই ভালবাসা কখনই ভুলার নয়। আপনারা সক‌লে শুধু আমার জন‌্য দোয়া কর‌বেন, যেন সহ‌জেই আমার উন্নত চি‌কিসা সেবা শে‌ষে আপনা‌দের কা‌ছে আস‌তে পা‌রি। ওই সময় মহানগর ছাত্রলী‌গের সভাপ‌তি হাবিবুর রহমান রিয়াদ, কাউসার আহ‌ম্মেদ সহ আ‌রো অ‌নে‌কেই উপ‌স্থিত ছি‌লেন।

তারা জানায়, অয়ন ওসমান ভাই বিষয়‌টি শু‌নে আমা‌দের‌কে খোঁজ নেয়ার জন‌্য ব‌লে‌ছেন। আর উনার ব‌্যা‌ক্তিগত তহ‌বিল থে‌কে আ‌বে‌গের উন্নত চি‌কিৎসার জন‌্য ১ লক্ষ টাকা পা‌ঠি‌য়েছেন। তাছাড়া আবে‌গের দ্রুত আ‌রোগ‌্য কামনা ক‌রে‌ছেন।

add-content

আরও খবর

পঠিত