রূপগঞ্জে ৪টি দোকান আগুনে পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষতি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি, ইমদাদুল হক দুলাল ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা পুরান বাজারের ৪টি দোকান ও দোকানের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ৬ই এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় এ অগ্নিকন্ডের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আগুনে ২টি জুতার দোকান, ১ টি লেপ-তোষক ও ১টি কসমেটিকসের দোকন পুড়ে ছাই হয়।  বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান বাজারের দোকান মালিকরা। পরে খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাত আড়াইটার সময়  আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, লকডাউনের কারনে দোকান বন্ধ রয়েছে। দোকানে আগুন  লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর চেষ্টা করেন তারা। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টার পর রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষনে দুইটি জুতার দোকান, একটি কসমেটিক্সের দোকান ও একটি লেপ তোষকের দোকান পুড়ে যায়। সময় মতো আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে আশপাশের দোকানে আগুন লাগলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো। দোকান মালিকরা তাদের প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তারা দাবী করছেন।

add-content

আরও খবর

পঠিত