নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও গোদনাইল আরএমএস এবং গোদনাইল টিবিএসর কয়েকটি ভালভে লিকেজ পাওয়া গেছে। জরুরি ভিত্তিতে ভালভ প্রতিস্থাপনের জন্য ৬ই এপ্রিল মঙ্গলবার সকাল থেকে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানিয়েছেন, ইতোমধ্যে ভালভ প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে।  কাজ শেষ হলেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

তিনি জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে তিতাস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। গ্যাস সরবরাহ বিঘ্ন হওয়ায়, গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দু:খ প্রকাশ করে বলেছেন, ভালভ প্রতিস্থাপনের কাজ স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ই এপ্রিল মঙ্গলবার সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ-গোদনাইল আরএমএস এবং গোদনাইল টিবিএস এ কয়েকটি ভালভে লিকেজ পরিলক্ষিত হয়। জরুরি ভিত্তিতে ভালভ প্রতিস্থাপনের জন্য নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।  ভালভ প্রতিস্থাপন কাজ শেষে যথা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে আশা করা হচ্ছে।

add-content

আরও খবর

পঠিত