শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি : পৃথক ২টি তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় রাফিত আল হাসান নামে মুন্সিগঞ্জগামী একটি লঞ্চ অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়ার ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৪ঠা এপ্রিল রবিবার রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর নির্দেশে সদস্য বিশিষ্ট বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের নির্দেশে সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ মহোদয়ের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খাদিজা তাহেরা ববিকে প্রধান করে সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক মোবারক হোসেন জানান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের নির্দেশে সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ নিরাপত্তা) রফিকুল ইসলামকে।

এদিকে লঞ্চ ডুবির ঘটনায় রাত সাড়ে ১১টা পর্যন্ত জন নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা।

এর আগে ৪ঠা এপ্রিল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকার ব্রিজ সংলগ্ন স্থানে ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টা থেকে সর্বশেষ রাত সাড়ে ১১টা পর্যন্ত জনের লাশ উদ্ধার হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। এছাড়া রাত ১০টা পর্যন্ত আরো ১৫১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত