রূপগঞ্জে আ.লীগ নেত্রীর গানের আসর বন্ধ করলো প্রশাসন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো আগারপাড়া এলাকায় আওয়ামী লীগ নেত্রী পিয়ারা বেগমের বাউল গানের আসর বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ২রা এপ্রিল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান এই অনুষ্ঠান বন্ধ করেন।

স্থানীয়রা জানান, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেত্রী পিয়ারা বেগম তার মরহুম পিতা আক্কেল আলী ফকিরের মৃত্যু বার্ষিকীকে কেন্দ্র করে উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো আগারপাড়া এলাকায় ওরসের নামে বাউল গানের আয়োজন করেন। রাতে সেখানে বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে ও বাউল শিল্পীদের দিয়ে গানের আয়োজন করা হয়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, মহামারী করোনা ভাইরাসে দেশের মানুষ ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে। করোনা প্রতিরোধ এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহামারী করোনাকালে এ ধরনের আয়োজন করা হলে আয়োজকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

add-content

আরও খবর

পঠিত