নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তাইন বিল্লাহর শুভ জম্মদিন। ২৯ই মার্চ তিনি মাগুরায় জন্মগ্রহণ করেন। মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের কৃতি সন্তান তিনি। তিনি মাগুরার শ্রীপুরের জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও শ্রীপুর বাহিনীর উপ অধিনায়ক মোল্লা নবুয়ত আলীর বড় ছেলে এবং তার ছোট ভাই শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম আর বড় ভাই।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বিপ্লব ২১ তম বিসিএস কর্মকর্তা। তিনি নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের আগে বরগুনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া বরগুনার জেলা প্রশাসক হওয়ার আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন । তিনি ২০১০ সালের ২৩ জুন বরগুনার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
অপরদিকে গত বছরের ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসনের মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রক্ষাপনে এ বদলির আদেশ দেয়া হয়। অপর এক আদেশে মোস্তাইন বিল্লাহ কে নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়। এরপর চলতি বছরের ৪ঠা জানুয়ারি সোমবার নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তাইন বিল্লাহর শুভ জন্মদিনে অনলাইন সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তার উজ্জল ভবিষ্যত ও সাফল্য কামনা করে জন্মদিনের শুভেচ্ছা ও অভিন্দন সহ র্দীঘায়ু কামনা করছি আমরা নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর প্রধান উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর সহ বার্তা সম্পাদক সৈয়দ রিফাত আল রহমান সহ পরিবারের সদস্যরা।
জন্মদিন, শুভ জন্মদিন !!
ফুলেরা ফুটেছে হাসি মুখে
বাড়ছে ভ্রমরের গুঞ্জন,
পাখিরাও গাইছে নতুন সুরে
জানাতে আপনাকে অভিনন্দন !
নদীতে বইছে খুশির জোয়ার
বাতাসে সুবাসিত কলরব,
আপনাকে নিয়েই মাতামাতি আজ
আপনার জন্যই সব !
জীবনকে উৎসর্গ করুন মানুষের তরে,
পৃথিবীকে করুন ঋণী,
গাইবে সবাই আপনারই জয়গান
রাখবে মনে চিরদিনই।
জীবন হোক ছন্দময়
স্বপ্নগুলো রঙিন,
ভালোবাসায় ভরে উঠুক
আপনার জন্মদিন !
জন্মদিন, জন্মদিন শুভ জন্মদিন !!!