গণপরিবহনে ফের ভাড়া বাড়ল ৬০ শতাংশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : করোনা ভাইরাসের রোধে সরকারে জারি করা ১৮ নির্দেশনার মধ্যে গণপরিবহনে ৫০ ভাগ আসন ফাঁকা রাখার কথা বলা হয়েছে। এমন পরিস্থিতিতে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে আগামীকাল ৩১ই মার্চ বুধবার থেকে গণপরিবহনের ৬০ শতাংশ ভাড়া বাড়ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । ৩০ই মার্চ মঙ্গলবার এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। আগামীকাল ৩১ই মার্চ বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, কাল থেকে ৫০ শতাংশ আসন ফাঁকা রেখে গাড়ি চালাতে হবে। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আগামী ২ সপ্তাহের ১৮ দফা নির্দেশনার পর ফের গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে। আর এ কারণে বর্তমান ভাড়ার ৬০ ভাগ বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

এদিকে এর আগে ২৯ই মার্চ সোমবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এক জরুরি বৈঠকে ভাড়া বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বিআরটিএর সঙ্গে মালিক-শ্রমিকদের বৈঠকে বাস ও মিনিবাসে চালক, সহকারী ও যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশনা দেওয়া হয়েছে। বাসে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার।

add-content

আরও খবর

পঠিত