নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিনিয়র সাংবাদিক অহিদুল হক খান মস্তিস্কে রক্তক্ষরণের জন্য গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছেন। গুরুত্বর অসুস্থ হওয়ায় ২৩ই মার্চ মঙ্গলবার ভোরে রাজধানীর আগারগাঁওয়ের (ন্যাশনাল ইনিসটিটিউট অফ নিউরোসায়েন্স) হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সাংবাদিক অহিদুল হক খান দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন তার পরিবার।
এর আগে ২২ মার্চ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়ায় অবস্থিত নিজ বাড়িতে প্রবীণ এই সাংবাদিক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে চাষাঢ়ার পপুলার ডায়াগনস্টিক হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তার মস্তিস্কে সামান্য রক্তক্ষরণ হয়েছে বলে জানায়। এবং তাকে বাড়িতে নিয়ে গিয়ে সেখানেই চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেয়। কিন্তু মঙ্গলবার ভোরে তার অবস্থা হঠাৎ আরো খারাপ হয়ে যাওয়ায়, তাকে ঢাকার আগারগাঁওয়ের (ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোলজি সায়েন্স) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালটির আইসিউতে চিকিৎসাধীন আছে।
এদিকে অহিদুল হক খানের ছেলে মোহাম্মদ রুদ্র জানায়, সোমবার বাবা হঠাৎ অসুস্থ হলে তাকে আমরা শহরের পপুলার হাসপাতালে নিয়ে যাই, সেখানে চিকিৎসক আমাদের জানায় মস্তিস্কে সামান্য রক্তক্ষরণ হয়েছে, এটা গুরুত্বর কিছুনা। আপনারা চাইলে বাড়িতে রেখেই তাকে চিকিৎসা করাতে পারবেন। তাই আমরা সেদিন রাতেই বাবাকে বাড়িতে নিয়ে যাই, তবে মঙ্গলবার ভোরে বাবার অবস্থা খুব খারাপ হয়ে যায় ! এরপর আমরা বাবাকে সাথে সাথেই ঢাকার একটি নিউরোলজি সায়েন্স হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে তাকে আইসিউতে রাখা হয়েছে। সকলে আমার বাবার জন্য দোয়া করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে যায় তাই দেশবাসী সহ সকলের নিকট দোয়া কামনা ।