করোনা সচেতনতায় মাঠে ভ্রাম্যমান আদালত, মামলা ২০টি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা ভাইরাসের পরিস্থিতির অবনতি হওয়ায় সংক্রমণ এবং মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। মাস্ক না পরা, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে চলাই এর মূল কারণ। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে এবং সচেতনতামূলক কার্যক্রম আরও বেগবান করতে মাঠে নেমেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

এরই অংশ হিসেবে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এ মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২০টি মামলা করে মোট ৪ হাজার ৩শত টাকা অর্থদন্ড প্রদান করছেন। ২২ই মার্চ  সোমবার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার সময় মাস্ক পরিধান করা, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য সর্তক করেছেন ম্যাজিস্ট্রেটরা।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ, ফারজানা আক্তার, মাহমুদা জাহান ও মানজুরা মুশাররফ। তারা জানিয়েছেন, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

add-content

আরও খবর

পঠিত