নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : মাস্ক পড়ার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ এ শ্লোগানকে সামনে রেখে মাস্ক পরিধান সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে বন্দর থানা পুলিশ। ২১ই মার্চ রবিবার বিকালে বন্দর থানাধীন নবীগঞ্জ কামালউদ্দিনের মোড় এলাকায় এ কার্যক্রম সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইন উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ (গোয়েন্দা শাখা) র অতিরিক্ত পুলিশ সুপার জায়েদ পারভেজ। তিনি বলেন, আমরা জাতিগত ভাবেই সবকিছু খুব তারাতারি ভুলে যাই। সবকিছুকে একবারে সহজভাবে নিতে চাই। করোনা এখনো চলে যায়নি। বরং আগের থেকেও খারাপ রুপে ফিরে আসছে। আমার অনুরোধ থাকবে দয়া করে আপনারা করোনাকে সহজভাবে নিবেন না। শুধুমাত্র মাস্ক পরিধানের মাধ্যমে আপনি, আপনার পরিবার এবং সমাজকে নিরাপদে রাখতে পারেন।
বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেহবুবা সাঈদ, বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আলাউল কবির, বন্দর থানা পুলিশের সেকেন্ড অফিসার মো. মোদাচ্ছের প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্দর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মাহফুজ জাহিদ।