নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ই মার্চ সোমবার সন্ধ্যায় দড়িসোনাকান্দা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নব-নির্বাচিত কমিটির ১ম আলোচনা সভা আয়োজন করা হয়।
এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে উপস্থাপনের সময় এখনই। নতুন প্রজন্ম এবং এর আগের প্রজন্ম বঙ্গবন্ধুকে সঠিকভাবে জানেনা। তাই এখনই সময় নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বঙ্গবন্ধু সম্পর্কে জানানোর কাজটি সবার আগে। এখন তার প্রয়াস হিসেবে সব অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে তুলে ধরতে। আলোচনা, পুষ্পার্ঘ্য অর্পণ থেকে সকল অনুষ্ঠানে সব কিছুতেই বঙ্গবন্ধুকে প্রাধান্য দেয়ার কারণ বঙ্গবন্ধুর আলোকিত জীবন সম্পর্কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। মার্চ মাস বাঙালির জাতির জীবনে ঐতিহাসিক মাস। ৭ই মার্চ জাতির জনকের ভাষণ ইউনেসকো কর্তৃক স্বীকৃত। মহানায়কের ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস শুরু। জাতির ক্রান্তি কালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। ২৬ই মার্চ বাঙালি জাতির জীবনে একটি ঐতিহাসিক দিন। বাংলাদেশের স্বাধীনতা দিবস।
বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম শাহীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বন্দর মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান খাঁন বাদল, সহ সভাপতি আনোয়ার পারভেজ সুজন, জি.কে. রাসেল, যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান অভি, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম, অর্থ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, কার্যকরী সদস্য মো. আরিফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও ৭১ এর রনাঙ্গনে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।